কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে সহজেই পরিচিতি লাভ করে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে লেখা-পড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শরীর ও মন সুস্থ থাকে। খেলাধুলা বিনোদনের অন্যতম মাধ্যম। গোবিন্দগুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু তালেব, শাহিদুল ইসলাম, শাহজাহান রহমান, নিশিত কুমার, শামসুজ্জোহা, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
(কেকে/পিবি/জানুয়ারি ২৫,২০১৫)