বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ৫ লাখ টাকার চাঁদার দাবিতে অপহৃত আব্দুল হালিমকে শহরের জামিলনগরে এমএ মান্নানের দিলরুবা ভিলা থেকে উদ্ধার ও ৮ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।

রবিবার পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ১২টি জিহাদী বই, ২৭টি সিডি, ১৭টি মোবাইল ফোন, ২টি ডিজিটাল ক্যামেরা, কম্পিউটার, লোহার রড, পাইপ, কালো কাপড়ের মুখোশ, রেললাইনের পাথর, তিনিটি সরকারি কলেজের বিভাগীয় প্রধানদের ১১টি সীল, শিবিরের চাঁদা আদায়ের রশীদ উদ্ধার করেছে। কামেরায় ৫ শতাধিক নাশকতা ও ভাংচুর করার ছবি রয়েছে।

বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, শনিবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুর গ্রামের মৃত হাফিজার রহমানের পুত্র প্রাইভেট শিক্ষক আব্দুল হালিমকে (৩৫) শিবির নেতাকর্মীরা অপহরন করে নিয়ে যায় এবং ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। পরে তাকে শহরের জামিলনগরের দিলরুবা ভিলায় আটক করে রাখে। রবিবার সকাল ১১ টায় খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে অপহৃত আব্দুল হালিমকে উদ্ধারসহ শিবিরকর্মী গাইবান্ধার সাঘাটা উপজেলার পেদুমশহরের আলামিন সরকারকে গ্রেফতার করা হয়। তাদেরকে বগুড়া সদর থানায় নেয়ার সময় শহরের সেউজগাড়ী মোড়ে পুলিশের উপর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষনিক অভিযান চালিয়ে আল আমিন (২২), নুরন্নবী (২১), নুরুন্নবী (২০), আবুল হাসান (১৮), আরিফুল ইসলাম (২৪), আবু জাফর (২৩), আরিফুল ইসলাম (২২), সাকিবুল ইসলামকে (২০) আটক করা হয়। তারা সকলেই শিবিরকর্মী বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এএসবি/এএস/জানুয়ারি ২৫, ২০১৫)