স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হবে ১২জুন। কিন্তু স্বাগতিক দেশ হওয়ায় অন্য যেকোনো দেশের চেয়ে ব্রাজিলের উত্তেজনাটা একটু বেশিই। সেই উত্তেজনাটাকে আরো একটু বাড়িয়ে দিলেন লুইস ফিলিপে স্কলারি দল ঘোষণা করে।

দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের উদ্দেশ্য নিয়েই সুচিন্তিতভাবে দল সাজিয়েছেন তিনি।
নিচে ব্রাজিলের চূড়ান্ত দলের খেলোয়াড়দের নাম দেয়া হল :

গোলরক্ষক : জুলিও সিজার (টরোন্টো), জেফারসন (বোটাফোগো), ভিক্টর (অ্যাটলেটিকো মিনেইরো)।

রক্ষণভাগ : দান্তে (বায়ার্ন মিউনিখ), ডেভিড লুইজ (চেলসি), হেনরিকে (নাপোলি), থিয়াগো সিলভা (পিএসজি), দানি আলভেস (বার্সেলোনা), মাইকন (রোমা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সওয়েল (পিএসজি)।

মাঝমাঠ : ফার্নানদিনহো (ম্যানচেস্টার সিটি), হারনানেস (ইন্টার মিলান), লুইস গুস্তাভো (উলফসবার্গ), অস্কার (চেলসি), পাউলিনহো (টটেনহাম), রামিরেস (চেলসি), উইলিয়ান (চেলসি)

আক্রমণভাগ : বার্নার্ড (শাখতার দনেৎস্ক), ফ্রেড (ফ্লুমিনেন্সে), হাল্ক (জেনিত সেইন্ট-পিটার্সবার্গ), জো (মিনেইরো), নেইমার (বার্সেলোনা)।

(ওএস/এইচআর/মে ০৮, ২০১৪)