গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রৌশন সারওয়ার সজিরকে রবিবার বিকালে ডেকে নিয়ে সাবরেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্য দিবালোকে উপর্যুপরি কুপিয়ে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা।

ঘটনার পরপরই সাবরেজিষ্ট্রি অফিস এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ত্রাসীদের ভয়ে প্রত্যক্ষদর্শীরা কেউ মুখ খুলেনি। ঘটনার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে পৌর আ’লীগের নেতৃত্বে তাৎক্ষনিক শহরে বিক্ষোভ মিছিল ও পৌর আ’লীগের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে ৮/১০জনের একটি সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিতভাবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন সারওয়ার সজিরকে ডেকে নিয়ে সাবরেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্য দিবালোকে উপর্যুপরি কুপিয়ে গুরুত্বর আহত করে।

গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার কামনা শীষ সরকার জানান, তার মাথায় ও মুখে ৬/৭টি কুপের আঘাত রয়েছে। আশংকাজনক অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনার প্রতিবাদে পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোস্তাকিম, পৌর কাউন্সিলার আব্দুল কাদির প্রমুখ।

(এসইএম/এটিআর/জানুয়ারি ২৫, ২০১৫)