মাগুরা প্রতিনিধি : আদালত চলাকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দীন কর্তৃক দুই আইনজীবীকে আটকের নির্দেশ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে মাগুরায় আইনজীবীদের তিনদিনের আদালত বর্জন কর্মসূচি চলছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শফিকুল ইসলাম বাবলু জানান, মাগুরা সদরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হেদায়েত হোসেন নামের এক আসামির জামিনের বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে আওয়ামী আইনজীবী সমর্থকরা আদালতে হট্টগোল করেন। এ সময় ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দীনের সাথে অসৌজন্যমূলক আচরণ করলে তিনি আইনজীবী শফিকুজ্জামান বাচ্চু ও শাখারুর ইসলাম শাকিলকে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেন। এ ঘটনায় আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে আদালত বর্জন করেন।

এরপর বুধবার সকাল ১০ টায় মাগুরা জেলা আইনজীবী সমিতির সভায় ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তাকে আদালত থেকে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার থেকে তিনদিনের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করা হয়।

(ওএস/এইচআর/মে ০৮, ২০১৪)