চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগ বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে বিএনপির ছয় জন ও জামায়াতের চার কর্মী রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, হরতাল অবরোধে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদ পেয়ে কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও শাহরাস্তি থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেও নাশকতার মামলা রয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে, ২০ দলের ডাকা হরতালে চাঁদপুরের জনজীবনে কোনো প্রভাব পড়েনি। দুরপাল্লার যান চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটে ছোট পরিবহন, লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

(ওএস/পিবি/জানুয়ারি ২৬, ২০১৫ )