মদন (নেত্রকোনা)  প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দড়িবিন্নী গ্রামে শনিবার দু’পক্ষের সংঘর্ষে বাবলু গ্র“পের ২ জন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হলে ফজলু গ্র“পের সোহেল (২৫) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে মারা যায়। এই খবরের পর দড়িবিন্নী গ্রাম এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে।

জানা যায়, শনিবার পূর্ব শত্র“তার জের ধরে চাওটুরী বিলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দড়িবিন্নী গ্রামের দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। ফজলু গ্র“পের আহতরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে কিশোরগঞ্জ সহ অন্যান্য স্থানে চিকিৎসা নেয়। কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দড়িবিন্নী গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ে। এ ব্যাপারে মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, সংঘর্ষে আহত সোহেল কিশোরগঞ্জ সদর হাসপাতালে মারা গেছে বলে শোনা যাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই হত্যা মামলা নেওয়া হবে।
(এমম/পিবি/জানুয়ারি ২৬,২০১৫)