স্টাফ রিপোর্টার : রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। কবিগুরুর ১৫৩তম জন্মজয়ন্তীকে সামনে রেখে এটি করা হয়েছে।

বন্যার ‘কোন ভ্রমরের তারা’ অ্যালবামটি প্রকাশ করছে ঢাকার ইমপ্রেস অডিওভিশন। অ্যালবামটিতে গান রয়েছে ১০টি। সব গানের সংগীতায়োজন করেছেন কলকাতার পুলক সরকার। রবীন্দ্রনাথের প্রেম, পূজা, প্রকৃতি ইত্যাদি নিয়ে অ্যালবামটি সাজিয়েছেন তিনি।

কলকাতা থেকে প্রকাশিত অ্যালবামের নাম ‘স্বপ্নের আভাস’। অ্যালবামটি প্রকাশ করছে এইচএমভি। এই অ্যালবামেও গান রয়েছে ১০টি। এটিও রবীন্দ্রনাথের প্রেম, পূজা ও প্রকৃতি পর্যায়ের গান দিয়ে সাজানো হয়েছে।

দুই বাংলায় একসঙ্গে দুই অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই অ্যালবাম দুটি তার জন্মজয়ন্তীতে প্রকাশ করছি। একসঙ্গে দুই অ্যালবাম প্রকাশিত হবে ভেবে আনন্দ লাগছে।

(ওএস/জেএ/মে ০৮, ২০১৪)