মাগুরা প্রতিনধি : পৃথক লিঙ্গ পরিচয় না থাকায় দেশের হিজড়া সম্প্রদায় নানা ক্ষেত্রে বঞ্চনার সম্মুখিন হচ্ছেন। এ কারণে দ্রুত তাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি সংক্রান্ত গেজেট সকল দপ্তরে পৌছে দেবার দাবি জানানো হয়েছে। যা মন্ত্রী পরিষদের চুড়ান্ত অনুমোদনের পর ১ বছর ধরে প্রকাশের অপেক্ষায় রয়েছে।

আজ সোমবার দুপুরে মাগুরায় হিজড়াদের নিয়ে কর্মরত সেচ্ছাসেবী সংস্থা লাইট হাউজের পক্ষ থেকে এইচ আই ভি এইডস প্রতিরোধ বিষয়ক সাংবাদিকদের মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সংগঠনের কেশব মোড় কার্যালয়ে সাংবাদিক শামীম খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন লাইট হাউজ মাগুরার ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি কাউন্সিলর তানিসা ইয়াসমিন চৈতি, সাংবাদিক রূপক আইচ অলোক বোস, শফিকুল ইসলাম প্রমুখ।

মতবিনিময়কালে হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি ও লাইট হাউজ কর্মকর্তা তানিসা ইয়াসমিন চৈতিসহ উপস্থিতরা দাবি করেন, হিজড়াদের পৃথক লিঙ্গ হিসাবে স্বীকৃতি না থাকায় সর্বক্ষেত্রে তারা সমস্যায় ভুগছেন। এ সমস্যার সমাধানে তাদের দাবির মুখে ২০১৩ সালের নভেম্বরে মন্ত্রী পরিষদে তাদেরকে তৃতীয় লিংগের স্বীকৃতি দিয়ে একটি গেজেট অনুমোদন করে। ২০১৪ সালের ২৬ জানুয়ারি যা গেজেট আকারে প্রকাশের সিদ্ধান্ত হয়। কিন্তু সেই গেজেট প্রকাশিত আকারে এখনো কোন দপ্তরে পৌঁছেনি। এই গেজেটের প্রকাশিত কপি সব দপ্তরে পাঠালে সারা দেশে থাকা ১০ হাজারের বেশি হিজড়ার কোটা ভিত্তিক চাকুরী, ব্যাংক একাউন্ট খোলা, জাতীয় পরিচয় পত্র ইস্যু, স্কুল কলেজে ভর্তিসহ সর্বক্ষেত্রে চলমান জটিলতা নিরসন হবে। সভায় লাইট হাউজের নানা কার্যক্রমের সফলতা তুলে ধরা হয়।

(ডিসি/এএস/জানুয়ারি ২৬, ২০১৫)