সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে হরতাল সমর্থনে একটি মিছিল বের হয়ে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পৌঁছালে মিছিল থেকে এককর্মী একটি গাড়ীতে ঢিল ছুড়লে ওই গাড়ীর কাঁচ ভেঙ্গে যায়।

এসময় কর্তব্যরত পুলিশের এস আই মাহবুবের নেতৃত্বে মিছিলে বাধা দেয়া হলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির শুরু হয়। একপর্যায়ে এস আই মাহবুব আহত হয়। পরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে একটি হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে দুপুর সাড়ে ৩টায় এরিপোর্ট লেখা পর্যন্ত সিংড়া থানা পুলিশ উপজেলা বিএনপির সভাপতি আজাদের ভাতিজা তানভীর আহমেদ মামুন (৩০) ও ছাত্রদল কর্মী লিটন মাহমুদ (২৮)কে আটক করেছে।


(এএমআর/এএস/জানুয়ারি ২৬, ২০১৫)