সুমন রায়হান :

আলো খোঁজার প্রবল বাসনায়
শিউলী ঝরা ফুলের বাগান পেরিয়ে
অন্ধকার আর নীহারিকায় ছুটেছে এবারের পদযাত্রা
গন্তব্যের তীব্র ঘ্রাণ শিহরিত করে অতৃপ্ত হৃদয়
ঘূর্ণায়মান পৃথিবী
ঘুরে চলে অবিরাম আলোর সন্ধানে।
আমিও কি সঙ্গী হবো?
অন্ধকারের আদিস্থান ত্যাগ করবো?
আলো অন্ধকারে জড়িয়ে আছে মায়াজাল
অন্ধকারের সকল বন্ধন ছিন্ন করে
আলো আসবেই-
আসতে তো তোমাকেই হবেই
হে মহাকাল।