আন্তর্জাতিক ডেস্ক : ব্লগ ব্যবহারের মাধ্যমে ইসলাম ‘অবমাননা’ করায় রাইফ বাদাই নামে এক সৌদি ব্লগারকে ১০ বছরের জেল দিয়েছে দেশটির এক আদালত।

এছাড়া তাকে এক হাজার বেত্রাঘাত ও দুই লাখ ছেষট্টি হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

লিবারেল সৌদি নেটওর্য়াক নামক ব্লগের সহ প্রতিষ্ঠাতা বাদ‍াইকে ২০১২ সালে গ্রেফতার করা হয়। এর আগে এক আপিলে হেরে যান বাদাই।

ব্লগটিকে বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে।

(ওএস/এইচআর/মে ০৮, ২০১৪)