ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির বাসস্ট্যান্ডে গত রবিবার রাত ১০টার দিকে রংধনু (ব-৩১) নামের একটি বাসে পেট্ট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এতে ওই বাসটি অধিকাংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুন দিয়ে পালানোর সময় মো. কাশেম নামের (৪০) এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানার ওসি শীলমনি চাকমা জানান, রাতে বাসস্ট্যান্ডে থামানো একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়াস সার্ভিস ও পুলিশ সাথে সাথে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে বাসের ভেতর আগুন ছড়িয়ে পরে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে বাস পোড়ানোর ঘটনায় গতকাল সোমবার সকালে ঝালকাঠি শহর বিএনপির সভাপতি অনাদী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে নাশকতা সৃষ্টির পায়তারার অভিযোগে জেলার নলছিটি উপজেলা থেকে তিনজনসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।


(এএম/এসসি/জানুয়ারি ২৬,২০১৫)