শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে আধাঘণ্টার ব্যবধানে সিমেন্টবোঝাই দু’টি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।

এসময় মহাসড়কে ব্যাপক পুলিশি তৎপরতা থাকা সত্ত্বেও আগুন দেওয়ার পাশাপাশি ওই এলাকায় পরপর তিনটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মদনপুর এলাকায় আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিমেন্টবোঝাই ট্রাক দু’টি (টাঙ্গাইল ট-০২-০২৯৭ ও ঢাকা মেট্রো ট-১১-১২৪৫) টাঙ্গাইল থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের মদনপুর এলাকা হয়ে দিনাজপুরে যাচ্ছিল। পথে ওই স্থানে পৌঁছুলে ট্রাক দু’টিতে আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে ট্রাক দু’টির প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ট্রাক দু’টি থেকে প্রায় ২২ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয় বলে এই কর্মকর্তা জানান। শেরপুর থানার পুলিশ পরিদর্শক আলী আহমেদ হাশমী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসব নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এএম/পিবি/জানুয়ারি ২৭,২০১৫)