নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকা থেকে পুলিশ ১১০ বোতল ফেনসিডিলসহ ৪ পাচারকারীকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ফাঁড়ির এসআই সজল শেখ ও এএসআই শাহাদৎ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নকখালী-লাহুড়িয়া সড়কের শাহাজান শেখের বাড়ির দক্ষিণ পাশ থেকে দুটি মোটর সাইকেলে বিশেষ কায়দায় রক্ষিত ১১০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার বারিপোতা গ্রামের খোকন সরদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫), বেনাপোল বন্দর থানার পোড়াবাড়ী নারায়নপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে রাশেদ আলী গাজী (৩০), একই গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে রফিকুল সরদার (২৫) ও আইয়ুব আলী মোড়লের ছেলে হারুন অর রশিদ (২৫)। নলদী ফাঁড়ির এসআই সজল শেখ জানান, দু’টি মোটর সাইকেল ও ১১০ বোতল ফেনসিডিলসহ ৪ পাচারকারীকে আটকের ঘটনায় গতকাল মঙ্গলবার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
(আরম/পিবি/জানুয়ারি ২৭,২০১৫)