পার্বতীপুর (দিনাজপুর) : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধের জেরে দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

মোটর পরিবহন শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু করায় দিনাজপুরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা পড়েছে বিপাকে।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কালীতলা এলাকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩টি বাস ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মচারীদের ওপর হামলা চালায় মোটর শ্রমিকরা। এরই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে বাঁশেরহাট এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে। এসময় তারা কয়েকটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায়।

এর প্রতিবাদে রাতে এক জরুরি সভা করে দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।

(ওএস/এইচআর/মে ০৮, ২০১৪)