রাঙামাটি প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে।

বুধবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

তিনি বলেন, যদিও বা কখনো কখনো মনে হয় চুক্তি বাস্তবায়নের কাজ ধীরগতিতে এগোচ্ছে, কিন্তু বাস্তবতা হলো অনেক কাজ হয়েছে। আমরা উভয়পক্ষই এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে, এখন চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবো।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিংয়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, ঊষাতন তালুকদার এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআার/জানুয়ারি ২৮, ২০১৫)