মাগুরা প্রতিনিধি : প্রচন্ড শীতে মাগুরায় শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়া ও শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে গত ৪৮ ঘন্টায় মাগুরা সদর হাসপাতালসহ উপজেলার স্বাস্থ্য কম্পপ্লেক্স গুলোতে শতাধিক শিশুর চিকিৎসাধীন। এর মধ্যে মাগুরা সদর হাসপাতালে বর্তমানে ৬০ শিশু চিকিৎসা নিচ্ছে। গত ১ মাসে জেলায় ৫ শতাধিক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপে পড়েছে। এর মধ্যে ৭ শিশুর মৃত্যু হয়েছে ।

সদর হাসপাতাল শিশু বিভাগে কর্মরত সেবিকা লাল মতি জানান-১০ বেডের শিশু ওয়ার্ডে বর্তমানে ৬০ শিশু চিকিৎসা নিচ্ছে। যাদের অধিকাংশ ডায়রিয়া ও শ্বাস কষ্টে আক্রান্ত । চাহিদার তুলনায় কম সংখ্যক ডাক্তার নার্স কাজ করায় তারা শিশু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারছেন না। গত এক মাসে ৫শতাধিক শিশু আক্রান্ত হয়েছে। গত ২৭ নভেম্বর সকালে ডায়রিয়া আক্রান্ত হয়ে শিয়ালজোর গ্রামের জিয়াউর রহমানের এক বছর বয়সের পুত্র আব্দুল্লাহ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৬ নভেম্বর বুধবার প্রসব জনিত সমস্যা ও শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে সদরের কাটাখালী গ্রামের শিমুল হোসেনের শিশু কন্য ও শ্রীপুর উপজেলার বাখেরা গ্রামের বিরাট মন্ডলের শিশুপুত্র’র মৃত্যু হয়েছে।

শিশু রোগীর অভিভাবক রাবেয়া বেগম জানান-স্থান সংকুলান না হওয়ায় ওয়ার্ডের বারান্দায় তাদের শিশু সন্তানদের চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন। যে কারনে সঠিক চিকিৎসা না পেয়ে তারা আক্রান্ত শিশুদের পাশ্ববর্তী জেলা ফরিদপুর বা শহরের ক্লিনিকে নিচ্ছেন চিকিৎসার জন্য। তবে যাদের আর্থিক সামর্থ নেই তারা বাধ্য হয়েই এখানে চিকিৎসা নিচ্ছে।

মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অরুন কুমার ঘোষ বলেন, শনিবার দুপুর পর্যন্তু প্রায় ২০টি শিশু ভর্তি হয়েছে। প্রচন্ড শীতের কারনে শিশুরা ডায়রিয়া, শ্বাস কষ্ট বা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে ডাইরিয়া আক্রান্ত শিশুদের সঠিক সময়ের মধ্যে হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দিলে মৃত্যুর ঘটনা ঘটার কোন কারণ নেই।

(ডিসি/এএস/জানুয়ারি ২৮, ২০১৫)