চাটমোহর(পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার বাসিন্দা গণশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সাবেক পরিচালক মো. মঞ্জুর রহমান, ও পৌর কাউন্সিলর এখলাছুর রহমানের মাতা এবং আলহাজ্ব নবী হোসেন সরকারের স্ত্রী রাবেয়া খাতুন (৮৫) বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে..............রাজিউন)।

মরহুমের পারিবারিক সূত্র জানায়, অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৪ টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, ৬ ছেলে, ৪ মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গ্রণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ২টায় বালুচর খেলার মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান হাসানুল ইসলাম হীরা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সাবেক মেয়ব প্রফেসর আব্দুল মান্নান, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, শামীম হাসান মিলনসহ বিভিন্ন মহলের মানুষ।

(এসএইচএম/পি/জানুয়ারি ২৮, ২০১৫)