জকিগঞ্জ প্রতিনিধি : বিএনপি-জামায়াতের নাশকতা রোধে জকিগঞ্জের ২৫ টি স্পটে গ্রাম পুলিশ বুধবার থেকে মোতায়েন করা হয়েছে। প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার কালিগঞ্জ বাজার, সোনাসার বাসষ্ট্রেশন, শরিফগঞ্জ বাজার, বাবুরবাজার, থানাবাজার, হাফসা মজুমদার মহিলা কলেজ, মাসুম বাজার, রতনগঞ্জ, আটগ্রাম ষ্ট্রেশনসহ গুরুত্বপূর্ণ ২৫ স্পটে দায়িত্ব পালন করবে ৮২ জন গ্রাম পুলিশ। গতকাল বুধবার জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খাঁন নাশকতা রোধ করতে গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় কালে এ উদ্দ্যেগ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার জ্যোর্তিময় সরকার। বুধবার বিকাল থেকে আফিসার ইনচার্জের নির্দেশনা মোতাবেক গ্রাম পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে। পরবর্ত্বী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।

জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খাঁন জানান, জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে। উর্ধ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে।

(এসপি/পি/জানুয়ারি ২৮, ২০১৫)