আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের পৃথক হামলায় ৩০০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

ক্যামেরুন সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলের গামবোরু নাগলা শহরে বুধবার সর্বশেষ হামলার ঘটনা ঘটে। চলতি সপ্তাহের শুরুর দিকে বন্দুকধারীরা ওই শহরের অনেকগুলো ভবন গুড়িয়ে দেয়। এ সময় তারা পলায়নরত বেসামরিক নাগরিকদের ওপরও নির্বিচারে গুলি চালায়।

ওই এলাকার জনপ্রতিনিধি আহমেদ জান্না স্থানীয়দের বরাত দিয়ে নিহতের সংখ্যা তিনশ’ বলে নিশ্চিত করেছেন।

জান্না জানান, অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধারের জন্য ওই এলাকা থেকে সেনা ঘাঁটি সরিয়ে চাঁদ হ্রদের সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়ায় ওই এলাকা অরক্ষিত হয়ে পড়ে।

১৪ এপ্রিল বোকো হারাম দুইশ’ জনেরও বেশি স্কুলছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা মুখে পড়ে দেশটির সরকার।

এদিকে অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধারে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও চীন সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে অপহৃত স্কুলছাত্রীদের ব্যাপারে কোনো খবর দিতে পারলে তিন লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে দেশটির পুলিশ। সূত্র : আল জাজিরা

(ওএস/এইচআর/মে ০৮, ২০১৪)