ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের  সংবর্ধনা এবং নবীন বরণ অনুষ্ঠান বুধবার(২৮জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে থেকে পুরস্কার বিতরণ করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি। প্রধান অতিথি বলেন, শিক্ষার কোন বিকল্প নাই, তাই শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১লা জানুয়ারী একদিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তোলে দেন।

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মেয়েদের ডিগ্রী পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা ও উপবৃত্তি প্রদান করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী নারী শিক্ষাকে প্রাধান্য দিয়ে আগামী দিনে এই বিদ্যালয়টিকে জাতীয় করণ করতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক শফিকুল ইসলাম মিন্টু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নূর মোহাম্মদ ফকির, দাতা সদস্য আঃ সাত্তার, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক নিয়তী রাণী ধর, রেহেনা বেগম, রহিমা আক্তার, আক্তার নেহারুন নেছা রাণী, নাজিরুল হক, আঃ হান্নান, মাজহারুল ইসলাম, মাসুদ রানা, পলি রাণী ধর, চিত্র ভট্টাচার্য, কাজাল কুমার, বিজন সরকার, নূপুর ভট্টাচার্য প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার।

অনুষ্ঠানে জেএসসিতে ২৩জন, এসএসসিতে ১৭জন জিপিএ-৫ প্রাপ্ত, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। শেষে স্কুলের শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে

(এসআইএম/এসসি/জানুয়ারি২৮,২০১৫)