স্টাফ রিপোর্টার : বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ট্রাইব্যুনালের জারি করা রুলের শুনানি শেষে আদেশের জন্য আগামী ২২ জুন তারিখ ধার্যে করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। আর আসামিপক্ষে ছিলেন এডভোকেট তাজুল ইসলাম্

বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন।

এরপর বেশ কয়েকবার সময় পিছিয়ে খন্দকার মাহবুবের জবাবের ওপর শুনানি শুরু হয়।
শুনানিতে আইনজীবী তাজুল ইসলাম বলেন, যে বক্তব্যের কারণে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে, তাতে বিচারকদের সম্পর্কে কিছু বলা হয়নি।

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর এক প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচার প্রসঙ্গ নিয়ে একটি মন্তব্য করেন খন্দকার মাহবুব হোসেন।

গত ৩ অক্টোবর প্রসিকিউশন খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করে।

ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য করায় খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গত বছরের ৬ অক্টোবর শোকজ নোটিস জারি করেন ট্রাইব্যুনাল।

(ওএস/এটি/মে ০৮, ২০১৪)