বগুড়া প্রতিনিধি: ২০ দলীয় জোটের অবরোধে বগুড়ায় বুধবার রাতে ২ টি ট্রাকে অগ্নিসংযোগ ও ৩টি গাড়ীর গ্লাস ভাংচুর করেছে। জেলা পুলিশ বিভাগ অভিযান চালিয়ে নাশকতা ও ভাংচুরের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে। এছাড়া বৃহস্পতিবার বগুড়া শহরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শহরের বেশিরভাগ দোকানপাট খোলা ছিল। শহরে রিকশা, সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশাসহ পুলিশের সহযোগিতায় কিছু বাস, ট্রাক চলাচল করেছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের টহল দিতে গেছে। জানা যায়, রাত ৯টায় বগুড়া নওগাঁ সড়কের সদরের গোদারপাড়ার আলু বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ও সার বোঝাই ট্রাকের গ্লাস ভাংচুর, তিনমাথায় নিরালা ফিলিং ষ্টেশনের সামনে একটি ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

এছাড়া আরো দুই তিনটি ট্রাকের গ্লাস ভাংচর করে অগ্নিসংযোগের চেষ্টা করে। একই সময় শহরের মফিজ পাগলার মোড়ে পর পর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল ও অবরোধ সমর্থকরা। এসব পৃথক ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার বগুড়া শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বগুড়ার সকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নাশকতা, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। শহরের তিনমাথা, গোদারপাড়ায় ট্রাকে অগ্নিসংযোগ করার ঘটনায় তদন্ত চলছে।

(এএসবি/এসসিজানুয়ারি২৯,২০১৫)