স্টাফ রিপোর্টার : ঢাকাসহ ৬৪ জেলায় ১৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে মোট ১০ হাজার লোক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে আট হাজার ৫০০ পুরুষ ও এক হাজার ৫০০ জন নারী। এ তথ্য বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে ।

কনস্টেবল পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতাও থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম জিপিএ ২.৫০সহ এসএসসি পাস। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। আর বুকের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটার ক্ষেত্রে শারীরিক যোগ্যতার ভিন্নতা রয়েছে।

প্রতিটি জেলায় নির্ধারিত সময়ে ও স্থানে প্রার্থীদের প্রথমে শারীরিক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় উত্তীর্ণদের ওই দিনেই ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। সাধারণত বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উভয় পরীক্ষায় আলাদাভাবে মোট নম্বরের ৪৫ শতাংশ পেতে হবে।

(ওএস/এসসি/জানুয়ারি ৩০,২০১৫)