স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপে সিঙ্গাপুর ও থাইল্যান্ড দুটি দেশই তাদের অলিম্পিক দল পাঠিয়েছে। দল দুটি মূলত প্রস্তুত হচ্ছে রিও অলিম্পিককে সামনে রেখে। ৩০ জানুয়ারি শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। জয় নয়, দল দুটির মুখ্য বিষয় প্রতিটি ম্যাচেই ভালো খেলা।  

এ ম্যাচ সম্পর্কে থাই কোচ চোকিতাই থাই বলেন, দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে আমরা বঙ্গবন্ধু কাপে অংশ নিতে এসেছি। রিও অলিম্পিকের জন্য আমাদের এ দলটি গঠন করা হয়েছে। এখানে টিমে সিনিয়র কেউ নেই। টার্গেট হল ভালো করতে চাই। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।

আর ওদিকে সিঙ্গাপুরে দলের ম্যানেজার আলীম ওমর এ ম্যাচ সম্পর্কে বলেন, আমরা দীর্ঘ প্রস্তুতি নিয়েছি। ছেলেরা গত ডিসেম্বর থেকে একসাথে খেলছে। এটি আমাদের রিও অলিম্পিকের সিলেক্টেড টিম।

তিনি আরো বলেন, এটা বড় সময় নিজেদের প্রমাণ করার। জাতীয় দলের চার জন রয়েছে এ দলে। এখন আমাদের একমাত্র লক্ষ্য প্রতিটি ম্যাচেই ভালো করা।

শুক্রবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দল দুটি।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৫)