স্টাফ রিপোর্টার : বিএনপি সহিংস আন্দোলন করে কোন দাবি আদায় করতে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালীন নিহতদের গায়েবানা জানাজা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তোফায়েল খালেদার উদ্দেশে বলেন, সহিংস আন্দোলন করে বিশ্বের কোন দেশে সরকারের কাছ থেকে কোন দাবি আদায় করতে পারেনি। আপনিও পারবেন না। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে এটা বন্ধ না করলে জনগণের আদালতে আপনার বিচার হবে।

এসময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশের সহিংসতা বন্ধে সরকারের যা করা দরকার তাই করবে। প্রয়োজনে প্রধানমন্ত্রী তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবেন।

জানাজায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমাণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৫)