পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে  ২টি মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় চিম্ময় মজুমদারের বাড়ির কালি মন্দির ও পার্শ্ববর্তী একটি গঙ্গা মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে পিরোজপুর জেলা সহকারি পুলিশ সুপার মো. আশ্রাব আলী ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই বাড়ির গৃহকর্তা চিম্ময় মজুমদার জানান, রাত আনুমানিক ২টার দিকে বাড়ির সামনের কালি মন্দিরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিয়ে বের হলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ওই কালিমন্দিরের ঘরটি পুড়ে যায়।

এ সময় মন্দিরের পাশে থাকা গোয়াল ঘরের ছেড়ে দেয়া গরু খুঁজতে গিয়ে দেখা যায় পার্শ্ববর্তী গঙ্গা মন্দিরটি’র ঘরও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে বাড়ির মালিক চিম্ময় মজুমদার জানান, আমার সাথে কারো সাথে কোন বিরোধ না থাকায় আমি কাউকে সন্দেহ করতে পারছি না। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান জানান, স্থানীয়ভাবে জমি নিয়ে বিরোধের জের ধরে তৃতীয় পক্ষের কেউ ফায়দা নিতে এ ঘটনা ঘটাতে পারে। নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. মোস্তাফিজুর রহমান জানান, চিম্ময় মজুমদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন তবে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে ।

(এসএ/এএস/জানুয়ারি ৩০, ২০১৫)