স্পোর্টস ডেস্ক, ঢাকা : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টর পর্দা উঠেছে বৃহস্পতিবার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও মালয়েশিয়া। ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিল ১৫ হাজার দর্শক। তাদের হতাশ করে বাংলাদেশ হেরে যায় ১-০ গোলে। এ হারের ফলে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান নিয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা জাতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে শুক্রবার সিলেটে বাংলাদেশ দলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজ শেষে দুপুর ১টা ৫০ মিনিটে নোভো এয়ারের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। রাজধানীর হোটেল সোনারগাঁতে উঠেছেন বাংলাদেশি ফুটবলাররা।

(ওএস/পি/জানুয়ারি ৩০, ২০১৫)