স্পোর্টস ডেস্ক, ঢাকা : মালয়েশিয়া দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। শনিবার তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এই ম্যাচে জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে তারা। ম্যাচের আগে শুক্রবার মালয়েশিয়ার কোচ রাজীব ইসমাইল ও অধিনায়ক নাজিরুল নাঈম জানিয়েছেন, তারা জয়ের ধারায় থাকতে চায়। রাজীব ইসমাইল বলেন, ‘আমি মনে করি প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা স্বাগতিক দলকে হারিয়েছে। আমি মনে করি সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটি আমরা সিরিয়াসলি খেলব। কাল যদি আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারি তাহলে আমরা গ্রুপের শীর্ষে চলে যাব। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। ভালো পারফর্ম করা।’

শ্রীলঙ্কা দল সম্পর্কে রাজীব ইসমাইল বলেন, ‘না। আমার কোনো ধারণা নেই। তাদের খেলা কখনো দেখিনি। তবে প্রতিটি ম্যাচের জন্যই আমাদের আলাদা আলাদা পরিকল্পনা থাকে। কালকের ম্যাচ নিয়েও রয়েছে। প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণা না থাকলেও পরিকল্পনাতো অবশ্যই থাকবে। ম্যাচটি আমরা সিরিয়াসলি নিব। আমাদের ছেলেদের আরো ভালো খেলতে হবে।’ অধিনায়ক নাজিরুল নাঈম বলেন, ‘আমরা আমাদের খেলাটা গতকাল খেলেছি। কোচ যেভাবে খেলতে বলেছেন সেভাবে খেলেছি। আগামীকালও আমরা কোচের পরিকল্পনা মতো এবং জেতার জন্য খেলব। প্রতিপক্ষ কে, সেটা নিয়ে ভাবছি না। আমরা জয়ের ধারায় থাকতে চাই।’

(ওএস/পি/জানুয়ারি ৩০, ২০১৫)