নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় কনক কুমার তরফদার নামে ঘোষ ওয়েল মিলের এক কর্মচারীকে গুলি করে কয়েক লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । এ সময় শান্তি দেবনাথ নামে অপর এক কর্মচারীকে পিটিয়ে আহত করা হয়। শুক্রবার সন্ধ্যায় পুঠিয়ার তাহেরপুর থেকে বকেয়া আদায় করে নাটোর ফেরার পথে নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সাতবাড়িয়া গ্রামে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কনক কুমার তরফদারকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিলের ম্যানেজার আব্দুর রহিম জানান, কনক ও শান্তি শুক্রবার রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তাহেরপুর হাট থেকে বকেয়া আদায় শেষে সন্ধ্যার কিছু আগে মোটর সাইকেলে নাটোর মোকামে ফিরছিল। পথে মোমিনপুর সাতবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেলে করে তিনজন এসে কনকদের মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তারা শান্তিকে লাঠি দিয়ে আঘাত করে। এত তার মাথা ফেটে যায়। এ সময় সে ভয়ে দৌড়ে পালিয়ে গ্রামের মধ্যে একটি বাড়িতে আশ্রয় নেয়। ওই মহুর্তে কনকও পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে গুলি করে। এ সময় মোটর সাইকেলে রাখা আদায় করা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ কনককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত শান্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। তবে কত টাকা ছিনতাই হয়েছে তা তিনি জানাতে পারেনি। তবে লক্ষাধিক বা তার বেশী টাকা থাকতে পারে। কনকের সাথে কথা বলার পর টাকার পরিমান বলা যাবে।

নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন জানান, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

(এমআর/পি/জানুয়ারি ৩০, ২০১৫)