ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে চলে এ সংঘর্ষ। এ সময় উভয়পক্ষের অন্তত ২৫ ঘরবাড়ি এবং দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ জানায়, উপজেলার রাজঘর গ্রামের বাসিন্দা নাটাই (উত্তর) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ ও একই গ্রামের বাসিন্দা উচ্চ আদালতের আইনজীবী আলী আজমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাতে দু’পক্ষের সংঘর্ষ হয়।

এ ঘটনায় শনিবার সকালে দুইপক্ষের মধ্যে আবারো সংঘর্ষ শুরু হয়। দুপুর পর্যন্ত চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ ঘরবাড়ি এবং দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে আহত হয় ৪০ জন । তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়‍ায় ঢাকা পাঠানো হয়েছে।

পরে খবর পেয়ে প‍ুলিশ এসে ২০ রাউন্ডেরও বেশি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক কর‍া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
(ওএস/পিবি/জানুয়ারি ৩১, ২০১৫ )