মাদারীপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সন্ত্রাসী আন্দোলন অল্পদিনেই শেষ হয়ে যাবে। সন্ত্রাসী কর্মকান্ডের জায়গা সারা বিশ্বের কোথাও নেই। খালেদা জিয়ারও হবে না। তিনি আস্তে আস্তে সাগরে ডুবে যাবেন। বিশ দলীয় জোটের বিষ সারা দেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে। যেখানে দেশের মানুষকে তারা পিটিয়ে, কুপিয়ে, পেট্রোল বোমা ছুড়ে পুড়িয়ে মারছে।

শনিবার দুপুরে মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে স্থাপিত ১২০ লাইন সংযোগ ক্ষমতা সম্পন্ন ডিজিটাল এক্সচেঞ্জ এর উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। মাদারীপুর বেতার বিভাগের বিভাগীয় প্রকৌশলী বিশ্বম্ভর গায়েনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট সচিব ড. মোজ্জাম্মেল হক খান, বিআইডব্লি¬উটিএ এর চেয়ারম্যান সামছুদ্দোহা খন্দকার, বিটিসিএল এর খুলনা অঞ্চলের পরিচালক সুভাষ চন্দ্র রায়, রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাজাহান খান, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, রাজৈর পৌরসভার মেয়র শামিম নেওয়াজ মুন্সী, রাজৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালেব মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, এসএম এমদাদুল হক প্রমুখ।

(এসিএ/পি/জানুয়ারি ৩১, ২০১৫)