গাজীপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শনিবার বিকেলে কারাগারের পার্ট-২ থেকে মিরপুর থানা পুলিশের হেফাজতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, বিকেল ৪টার দিকে দুদুকে মিরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মিরপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর ১৯ জানুয়ারি ঢাকা থেকে তাকে কাশিমপুরের কারাগারে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি শামসুজ্জামান দুদুকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মিরপুর থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর ওইদিন দুদুর রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ।

(ওএস/অ/জানুয়ারি ৩১, ২০১৫)