ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেছেন, আওয়ামী সরকার ক্ষমতায় এলে দেশে শিক্ষার প্রসার ঘটে। শিক্ষার গুনগত মান বৃদ্ধি পায়। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যায়।

শনিবার দুপুরে কালীগঞ্জের ঐতিহ্যবাহী মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠিত তিনি এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, এখন যোগ্যতা ও মেধার ভিত্তিতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে। শিক্ষক নিয়োগে কোন দুর্নীতি ও অনিয়মের আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, এ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড দেখে ২০ দলীয় জোটের মাথা নষ্ট হয়ে গেছে। তাই বিরোধীদল ইস্যু বিহীন অবরোধ ও হরতাল দিয়ে মানুষের যানমালের ক্ষতি করছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করছে।

তিনি আরো বলেন, কালীগঞ্জের মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ও নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হবে। ইতোমধ্যে সরকারিকরণের যাবতীয় কাগজপত্র প্রক্রিয়াধীন রয়েছে। খুব শীঘ্রই এ দুটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হবে বলে বলেন তিনি।

এসময় মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা ও প্রফেসর শরিফুল ইসলাম প্রমুখ।

(ওএস/এটিআর/জানুয়ারি ৩১, ২০১৫)