স্টাফ রিপোর্টার, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) পাঁচজন কর্মচারী এসে শনিবার রাত ১০টা ১২ মিনিটে বিদ্যুৎ লাইন স্বাভাবিক করেন। রাত ১০টা ১৭ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

জানা যায়, লাইন ঠিক করা পাঁচজন নিজেদের ডেসকো কর্মচারী পরিচয় দেন। এ সময় তাদের মুখ বাঁধা ছিল। তারা নিজেদের নাম জানাতেও চায়নি।

উপস্থিত সাংবাদিকদের ভিড় দেখতে পেয়ে ডেসকো কর্মচারীরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। শুক্রবার রাত ৩টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

(ওএস/অ/জানুয়ারি ৩১, ২০১৫)