স্টাফ রিপোর্টার:শুরু হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতাল ।

ঘোষণা অনুযায়ী ০১ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়ে চলবে বুধবার ০৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত।

৩০ জানুয়ারি বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়। পাশাপাশি গত ৫ জানুয়ারি থেকে চলা টানা অবরোধও অব্যাহত রয়েছে।

এদিকে, ০২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসির প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী এ হরতালের মধ্যে পড়লো।

তবে হরতাল-অবরোধের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করেছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ.কে.এম. শহীদুল হক।

হরতালে নাশকতা মোকাবেলায় রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ। এছাড়াও রয়েছে বিজিবি সদস্যরাও। সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও এখন পর্যন্ত (সকাল১০:৩০ ) হরতাল সমর্থনে মাঠে নেই বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট নেতাকর্মীরা। রাস্তায় যানচলাচল স্বাভাবিক দেখা গেছে।


বিবৃতিতে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফুর্তভাবে ৭২ ঘণ্টার হরতাল পালনের আহ্বান জানানো হয়।

(ওএস/এসসি/জানুয়ারি০১.২০১৫)