ফেনী প্রতিনিধি : ফেনীতে দু’টি ট্রাকে অগ্নিসংযোগ এবং সিএনজি চালিত ছয়টি অটোরিকশা ও  চারটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার সকাল ৯টার দিকে শহরের ট্রাংক রোড ও তাকিয়া বাজারে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ট্রাংক রোডে ঝটিকা মিছিল নিয়ে এসে হরতালকারীরা ছয়টি অটোরিকশা ভাঙচুর করে। একই সময় তাকিয়া বাজারে পণ্য লোড-আনলোড করার সময় চারটি ট্রাক ভাঙচুর করে তারা। পরে পিকেটাররা আরো দু’টি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এছাড়া শহরের মহিপাল, এসএসকে রোড, কুমিল্লা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিংয়ের চেষ্টা চালানো হয়। নাশকতা রোধে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ০১, ২০১৫)