হবিগঞ্জ প্রতিনিধি : হরতাল-অবরোধের কারণে হবিগঞ্জের সরকারি দুটি বাগানে ৭শ’ টন রাবার জমে আছে। সিলেট বিভাগের আরও দুটি বাগানে ৭শ’ টনের মত রাবার জমে আছে বলে জানা যায়।

উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত শাহজিবাজার রাবার বাগানের ম্যানেজার প্রভাত চন্দ্র দাশ জানান, হরতাল অবরোধের কারণে তার বাগানে প্রায় ৪শ’ টন রাবার আটকে পড়েছে। পরিবহণ সংকটের কারণে এগুলো বিক্রির জন্য পাঠানো যাচ্ছে না।

তিনি আরও জানান, একই অবস্থায় পড়ে আছে জেলার বাহুবলে অবস্থিত রুপাইছড়া রাবার বাগান। মেীলভীবাজারের ভাটেরা ও সাতগাঁও রাবার বাগানগুলো একই অবস্থা। এসব বাগানেও অবিক্রিত অবস্থায় রয়েছে আরও প্রায় ৯শ’ টনের মত রাবার।

উল্লেখ্য, সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় অবস্থিত এ ৪টি রাবার বাগান সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ০১, ২০১৫)