দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা আলহাজ্ব ইসমত আরা হাসি (৫৪) ও গৃহপরিচারিকা শহিদা বেগম (৩৫)-এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ৮ নং উপশহর এলাকায়।

এদের মধ্যে মা আলহাজ্ব ইসমত আরা হাসি ৮নং উপশহরের আলহাজ্ব শামসুর রহমানের স্ত্রী এবং গৃহপরিচারিকা শহিদা বেগম শহরের ৮নং রেলঘুন্টি এলাকার আব্দুল কাদেরের স্ত্রী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ইসমত আরার ছেলে ইব্রাহিম খলিল বৃহস্পতিবার দুপুরে গোসল করে বাড়ির বারান্দায় কাপড় শুকাতে যায়। বারান্দার টিনের সাথে ঝুলানো বৈদ্যুতিক তারে সে স্পৃষ্ট হয়। ছেলের এই অবস্থা দেখে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের তারে আটকা পড়ে মা ইসমত আরা। তাঁকে বাঁচাতে গিয়ে গৃহপরিচারিকা শহিদা বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে ছেলে ইব্রাহিম খলিল প্রাণে বেঁচে গেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মা ইসমত আরা ও গৃহপরিচারিকা শহিদা বেগম। এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাস্ত কর্মকর্তা আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
(এটি/এএস/মে ০৮, ২০১৪)