পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : পাংশা পৌরসভায় গ্রাহকরা পানি সংকটে পড়েছেন। বুধবার দুপুরে পৌরভবন সংলগ্ন প্রধান পাম্পের মোটরের বিয়ারিং ভেঙ্গে যাওয়ায় পাম্পটি বিকল হয়ে পড়ে। ফলে এ পাম্প থেকে পানি উত্তোলন ও সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে গত দু’দিনে পৌরসভার কয়েকশ’ পানি গ্রাহক চরম পানি সংকটে পড়ে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগের শিকার হন।

পাম্প সংশ্লিষ্ট লোকজন জানান, বুধবার দুপুর দুইটার দিকে পৌরভবন সংলগ্ন প্রধান পাম্পের মোটরের বিয়ারিং ভেঙে যাওয়ায় পাম্পটি বিকল হয়ে পড়ে। ফলে এ পাম্প থেকে পানি উত্তোলন ও সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকালে মোটরে বিয়ারিং প্রতিস্থাপনের কার্যক্রম চলছিল বলে জানা গেছে।

(এমএইচকে/এএস/মে ০৮, ২০১৪)