নোয়াখালী প্রতিনিধ : ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাইপাস সড়কে মিছিল করেছে নেতাকর্মীরা। এসময় সিএনজি চালিত ৮টি অটোরিকশা ভাঙচুর করে তারা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াখালী-লাকসাম বাইপাস সড়কে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল থেকে শুরু হওয়া ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে যাওয়ার সময় নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ৮টি অটোরিকশা ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হরতাল সমর্থনকারীরা পালিয়ে যায়।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম কে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকেটাররা পালিয়ে যায়। তবে, অটোরিকশার সংখ্যা আমার জানা নেই।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ০১, ২০১৫)