স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যারা প্রধানমন্ত্রী ও খালেদা জিয়াকে একসঙ্গে সংলাপে বসতে বলেন তারা দেশের শত্রু।

তিনি বলেন, যারা দুই নেত্রীকে এক টেবিলে বসাতে চান, তারা আসলে আলোচনার নামে দেশের ক্ষতি করতে চান। তারা পরাজিত শক্তিকে উপরে উঠাতে চান। তারা দেশের শত্রু।

রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘এসএসসি পরীক্ষার আগে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে’ এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

যারা এক টেবিলে বসে দুই নেত্রীকে সংলাপের কথা বলেন তাদের ‘পাগলামী ও বোকামী না’ করার আহ্বান জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, তেল ও জল কখনো এক হয় না। তাদের (বিএনপির) সঙ্গে সংলাপ হওয়ার কোনো সম্ভবনা নেই।

মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন স্নেহময়ী মা, আর খালেদা জিয়া হলেন ডাইনী মা। একজন হলেন মুক্তিযুদ্ধের পক্ষে, আর অন্যজন হলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের পক্ষে। তাই তেলে ও জলে কখনো এক হয় না।

যারা সংলাপের কথা বলেন তাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, একটা পক্ষ নেন, হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকেন, না হয় যুদ্ধাপরাধী-রাজাকারদের সঙ্গে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এস এ সর্দ্দার আনোয়ার হোসেন প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০১, ২০১৫)