স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির আন্দোলন দলের চেয়ারপারসন খালেদা জিয়া বা তার দলের শুভবুদ্ধিসম্পন্ন নেতাদের নিয়ন্ত্রণে নেই। রবিবার সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ যাদুঘরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত ‘জঙ্গিবাদী রাজনীতি : মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের দুইবারের প্রধানমন্ত্রী। আমি তাকে স্পট বলতে চাই এবং তাদের আন্দোলনের গতি দেখে এটা বোঝা যায় তাদের হাতে এই আন্দোলনের নিয়ন্ত্রণ নেই। তিনি কাঠের পুতুল হয়ে শুধুমাত্র কার্যালয়ে বসে আছেন। আর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে সেই আইএসআই-এর এজেন্ট তারেক রহমান। আর লন্ডন থেকে আসা নির্দেশনা এখানে বাস্তবায়িত হচ্ছে।

কামরুল ইসলাম বলেন, আন্দোলনের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে তারেক রহমান লন্ডন থেকে আইএসআইয়ের মাধ্যমে শিমুল বিশ্বাসকে দিয়ে বিএনপি চালাচ্ছে। ফলে বিএনপির মত একটি রাজনৈতিক দলের চরিত্র বদলে যাচ্ছে। বিএনপি নকশালবাদী আন্দোলনের দিকে যাচ্ছে।

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি যে রাজনীতি করছে, এটা কোনো রাজনীতি না। পুড়িয়ে মানুষ হত্যা রাজনীতি হতে পারে না। জামায়াতে ইসলামের গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে। ৭১ এর স্বাধীনতাবিরোধীদের ঘর থেকেই বিএনপির জন্ম। সেই ধারাবাহিকতায় এখন জঙ্গিবাদী রাজনীতি চলছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য রশিদুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০১, ২০১৫)