নাটোর প্রতিনিধি : নাটোরে বিএনপি-জামায়াত সহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ প্রত্যাখান করেছে আইনজীবীরা। টানা হরতাল-অবরোধে বিচার প্রার্থী জনসাধারণের দুভোর্গের কথা চিন্তা করে আদালতের বিচার কাজ স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক বিশেষ জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংখ্যাগরিষ্ট সদস্যের মতামতের ভিত্তিতে নাটোর জজ কোর্টের আইনজীবীরা  হরতাল-অবরোধ না মেনে আজ সোমবার থেকে। এর আগে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল অবরোধ প্রত্যাখান করে আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার রেওয়াজ চালু ছিল জেলা আইনজীবী সমিতির।

বিএনপি-জামায়াত সহ ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে আদালতের বিচারপ্রার্থীদের ভোগান্তি সহ দুর্ভোগের কথা বিবেচনা করে বৃহস্পতিবার নাটোর বারের ৮২ তরুন আইনজীবী আদালতের কার্যক্রমে অংশ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণের জন্য নাটোর জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে রবিবার দুপুরে বার মিলনায়তনে সমিতির সভাপতি আবু আহসান টগরের সভাপতিত্বে এক বিশেষ জরুরী সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় টানা অবরোধ ও হরতালে আদালত চালু রাখার পক্ষে বক্তব্য রাখেন জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম,জিপি আসাদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি শাজাহান কবীর, মজিবর রহমান চাঁদ, জিল্লুর রহমান, আলেক শেখ প্রমুখ। পক্ষান্তরে বিপক্ষে বক্তব্য রাখেন বিএনপি পন্থি আইনজীবী বারের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শওকত, সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদার টগর,সাবেক সাধারন সম্পাদক মজিবর রহমান মন্টু,সৈয়দ মোজাম্মেল হক মন্টু,আমজাদ হোসেন,সিরাজুল ইসলাম-১ প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির বর্তমান সাধারন সম্পাদক প্রসাদ কুমার তালুকদার বাচ্চা। সভার সভাপতি আবু আহসান টগর হরতাল -অবরোধে জেলা আইনজীবী সমিতি আদালতের কার্যক্রমে অংশ গ্রহণের পক্ষে সিদ্দান্তের ঘোষনা দেন।

তবে বিএনপিপন্থি আইনজীবী বারের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শওকত সভা অনুষ্ঠিত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, সভায় সকল আইনজীবীর মতামত নেওয়া হযনি। জেলা বারের সাধারণ সম্পাদক প্রসাদ তালুকদার বাচ্চা জানান, সভায় অধিকাংশ আইনজীবীর মতামতের ভিত্তিতে হরতাল-অবরোধে সোমবার থেকে পুর্নাঙ্গভাবে আদালতের বিচার কাজে অংশ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

(এমআর/পি/ফেব্রুয়ারি ০১, ২০১৫)