ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হলে জন সমর্থনের প্রয়োজন। বিএনপির এই  আন্দোলন জনগন থেকে বিচ্ছিন্ন। তাই এটাকে আন্দোলন বলা যাবে না এটা সন্ত্রাসী কর্মকান্ড। রবিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘বিএনপির আন্দোলনের উদেশ্যে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো খালেদা জিয়া ও তার ছেলের মামলা ঠেকানো। আজকের এই দিনে মানুষ হত্যা করে রাজনীতি পরিবর্তন করা যায় না। মানুষ হত্যা করে এই দেশের কোন সরকারের পরিবর্তন করা যাবে না। সরকার হচ্ছে জনগনের ভোটে নির্বাচিত। এটা আন্দোলন নয় প্রতিহিংসা বলেও মন্তব্য করেন মন্ত্রী। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমনি রঞ্চন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, যুগ্ম-সম্পাদক ও বাসন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, জেলা কৃষকলীগের সভাপতি পিপি মান্নান রসুল।

(এএম/পি/ফেব্রুয়ারি ০১, ২০১৫)