ময়মনসিংহ প্রতিনিধি : জেলার ভালুকায় কালবৈশাখী ঝড়ের ছোবলে ঘরের দেয়াল চাপায়, বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরো দুই শিশু।
নিহতরা হলেন-উপজেলার ভাটগাঁও গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জুলেখা বেগম (৫৫), মামারিশপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২৪) ও নিশাইগঞ্জ গ্রামের কান্দাপাড়ার সুরুজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে কাঁচাপাকা ঘরবাড়ি, গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড ঝড়ে ঘরের উপর গাছ উপড়ে পড়লে দেয়াল চাপায় উপজেলার ভাটগাঁও গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জুলেখা বেগম, তার নাতি জাহিদ, ও আনোয়ারের ছেলে জামান (১২) গুরুতর আহত হয়।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে জুলেখা মারা যান।
এছাড়া রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার মামারিশপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে স্থানীয় কনজিউমার নিটেক্স লিমিটেডের শ্রমিক আমিনুল ইসলাম বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নিশাইগঞ্জ গ্রামের বিদ্যুতের তারে জড়িয়ে মেদিলা গ্রামের কান্দাপাড়ার সুরুজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

(এসইএস/এএস/মে ০৮, ২০১৪)