বগুড়া প্রতিনিধি:২০ দলীয় জোটের অবরোধ ও বগুড়ায় ৩৬ ঘন্টার হরতাল চলাকালে ৩টি গাড়ী ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধ সমর্থকরা।

পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক ও বোমা তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেছে এবং ভাংচুরের অভিযোগে জামায়াত শিবিরের ৮ নেতাসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের চারমাথায় গ্যারেজ করে রাখা একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। রাত ১১ টায় চারমাথা মুক্তি বিড়ি ফ্যাক্টরির সামনে ২টি ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করে।

পৃথক দুটি ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা দ্রুত ঘটনাসস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একই রাত ১০ টার সময় শহরের কইপাড়ায় স্কুলের বারান্দা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা, ৫টি ককটেলসহ ৩০০ গ্রাম বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, একদল দুর্বৃত্ত নাশকতা কাজে ব্যবহারের জন্য বোমা ও ককটেল তৈরি করছিল। ৩টি হাতবোমা, ৫টি ককটেলসহ ৩০০ গ্রাম বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

(এএসবি/এসসি/জানুয়ারি০২,২০১৫)