সাতক্ষীরা প্রতিনিধি : বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী খাঞ্জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহষ্পতিবার সকাল ১১ টা থেকে ঘণ্টাব্যাপি এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাঁচ সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আহাদ হোসেন। পাঁচ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন ভারতরে পশ্চিমবঙ্গের হাসনাবাদ তিননং ব্যাটালিয়নের কমা-ডান্ট এমএস প্রসাদ।
পতাকা বৈঠকে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সীমান্তে অকারণে গুলি না চালানোর বিষয়টি ও স্থান পায়। উভয় দেশের নিরাপত্তা রক্ষায় স্ব-স্ব দেশের সীমান্ত প্রহরীরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আহাদ হোসেন জানান, আলোচনা ফলপ্রসু হয়েছে।

(আরকে/এএস/মে ০৮, ২০১৪)