ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপর্যুপরি হামলা চালানো হয়েছে। এ সময় নিরিহ মানুষের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোন সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়,৬নং সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার করতে জুলফিকার কায়সার টিপুর নেতৃত্বে চরমৌকুড়ী গ্রামের কথিত হায়েনা গ্রুপের হারেজ-খয়বর মাতব্বরের লোকজন ৩ দিন আগে ব্রহ্মপুর গ্রামের জামিরুল ছোটমৌকুড়ী গ্রামের খলিলের বাড়ি ভাংচুর করে। শনিবার রাতের আধারে অতর্কিত হামলা চালিয়ে ব্রহ্মপুর গ্রামের ছমির উদ্দিন, মনিরুল, জাহান, আতিয়ার, মিনহাজ ও সদর উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। রবিবার সকালে আবারও চরমৌকুড়ী, ব্রহ্মপুর, ছোটমৌকুড়ী গ্রাম থেকে কথিত হায়েনা গ্রপের শত শত কর্মী সমর্থকেরা রামদা, ছোরা, ঢাল-ফালা, লাঠিসোটা ও বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ছোটমৌকুড়ী গ্রামের মোকাদ্দেস ও মহির মোল্লার বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করে। ব্রহ্মপুর গ্রামের ক্ষতিগ্রস্থ ছমির উদ্দীন জানান, হামলাকারীরা কোন ইস্যুছাড়া প্রতিহিংসা পরায়ন হয়ে জুলফিকার কায়সার টিপুর নেতৃত্বে তাদের বাড়িঘরে হামলা-লুটপাট করেছে। এ সময় রাতের আধারে ঘুমন্ত মানুষের উপর অতর্কিত হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটমৌকুড়ী গ্রামের মহির মোল্লা জানান, রবিবার সকালে নিরিহ মানুষের উপর হঠাৎ চড়াও হয় এবং জোটবদ্ধ জনতা হারেজ-খয়বরের নেতৃত্বে একের পর এক বাড়িঘর ভাংচুর লুটপাট করে। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে।ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন জানান, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে প্রতিপক্ষ বিএনপি-জামায়াতের সমর্থক নিয়ে বিভিন্ন সময়ে ইউনিয়নটি অশান্ত করতে নানা পায়তারা চালাচ্ছে। তাছাড়া প্রতিহিংসা বশতঃ গ্রামে গ্রামে নিরিহ মানুষের বাড়ি ভাংচুর লুটপাট করছে। এর আগেও এসব বিএনপি-জামায়াতের সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন এলাকায় দাঙ্গা-হাঙ্গামাসহ ভাংচুর লুটপাট চালিয়েছে। তিনি অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতার ওঞ্চ শাস্তির দাবি করেছেন।শৈলকুপা থানার ওসি এম.এ হাশেম খান বলেন, রাজনৈতিক আধিপত্য বিস্তার করে লাভবান হওয়ার জন্য জুলফিকার কায়সার টিপুর সমর্থকেরা প্রতিহিংসা পরায়ন হয়ে এ অতর্কিত হামলা ও লুটপাট করেছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
(যেবি/পিবি/ফেব্রুয়ারি ২,২০১৫)